নিজস্ব প্রতিবেদকঃ ম্যাচের ভাগ্য বদলাচ্ছিল বারবারই। একবার চিটাগং ভাইকিংসের দিকে, অন্যবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দিকে। আর ভাগ্যের এই দোলাচল চললো শেষ ওভার অবধি। আর তাতে জিতে গেল মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা। জিতে গেল পাঁচ উইকেটের ব্যবধানে।
শেষ ওভারে দরকার ছিল সাত রান। প্রথম বলে নো বলের সৌজন্যে পাওয়া সুযোগে সেই পথটা আরও সুগম হয়ে যায়। ফলে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাত ম্যাচে এটা তাদের পঞ্চম জয়।
টসে জিতে ব্যাট করতে নামা চিটাগং ভাইকিংস পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমলের ৩৪ বলে করা ৪৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে করেছিল ১৩৬ রান। টি-টোয়েন্টিতে এটা বড় লক্ষ্য নয়। তারপরও ম্যাচটা চললো শেষ ওভার অবধি। আর তাতে ২০ তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করে ফেলেন পাকিস্তানের শোয়েব মালিক।
পাকিস্তানের আহমেদ শেহজাদ ৩৭, ইমরুল কায়েস ৩৫ ও শোয়েব মালিক ৩৪ রান করেন। চিটাগংয়ের হয়ে দুটি উইকেট নেন মোহাম্মদ আমির। জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে এটা চিটাগংয়ের অষ্টম ম্যাচে ষষ্ঠ পরাজয়।
স্বাগতিক দলের হার দিয়ে বিপিএলের চট্টগ্রাম পর্বের ইতি ঘটলো!
0 facebook: