নিজস্ব প্রতিবেদকঃ জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল বলেছেন, কুমিল্লাকে বিভাগ করার কার্যক্রম সরকারিভাবে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি আদেশ পাওয়ামাত্র কুমিল্লা বিভাগীয় অফিস জেলা পরিষদ ভবন ও রানীর কুঠিরে অস্থায়ীভাবে স্থাপন করা হবে। এজন্য আমাদের মানসিক প্রস্তুতিও রয়েছে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি আরও বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ গ্যাস সংযোগের কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের লোকসান মেনে নেয়া যায় না। তিনি প্রত্যেক সরকারি কর্মকর্তাদের দেশপ্রেমের দায়-দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান। ইউনিয়ন তথ্য বাতায়ন হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের আহবান জানান। ফোর লেনের উপর নিমসারের অবৈধ বাজার স্থানান্তরের জন্য চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সড়ক বিভাগের কর্মকর্তাকে নির্দেশ দেন।
সভার শুরুতে বিগত সভার সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মনিরুজ্জামান তালুকদার। বক্তব্য রাখেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো: আবদুর রউফ, সিভিল সার্জন ডা. মুজিব রাহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সঞ্জয় কুমার ভৌমিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুর রহমান মোল্লা, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন বক্সী, মেঘনা উপজেলা চেয়ারম্যান আবদুস ছালাম, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যঅন সামছুদ্দিন কালু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: আসাদউল্লাহ, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী, জেলা শিক্ষা অফিসার মো: আবদুল মজিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহাসনুল কবীর, বিটিভি জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাশেম মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।
0 facebook: