23 May 2017

কুমিল্লায় ১১টি আসনে মনোনয়ন প্রত্যাশী যারা


আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে আওয়ামী লীগ-বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা নিজেদের প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিচ্ছেন। অনেকে গণমাধ্যমেরও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা সরব হলেও বিএনপির প্রার্থীর এখন নিরব রয়েছে। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ১১টি আসনে মনোনয়ন প্রত্যাশীর নাম পাওয়া গেছে।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা):
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বর্তমান এমপি সুবিদ আলী ভূইয়া, মেঘনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাদল রায়ের নাম শোনা যাচ্ছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস):
এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। এখানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার। জাতীয় পর্টির মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি আমির হোসেন।
কুমিল্লা-৩ (মুরাদনগর):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফজ্জল হোসাইন কায়কোবাদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া সরকার। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী উপজেলা সভাপতি আক্তার হোসেন।
কুমিল্লা-৪ (দেবিদ্বার):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি রাজী ফখরুল, সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা, উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ন মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার। বিএনপির মনোনয় প্রত্যাশী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সী ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান। জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু। ন্যাপের মনোনয়ন প্রত্যাশী আমেনা আহমেদ।
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত মাহমুদ, সাবেক এমপি প্রফেসর মোঃ ইউনুছ, বিএনপি নেতা আলাউদ্দিন।
কুমিল্লা-৬ (সদর):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি আকম বাহউদ্দিন বাহার ও ব্যবসায়ী নেতা মাসুদ পরভেজ খান ইমরার। বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন।
কুমিল্লা-৭ (চান্দিনা):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপির মনোনয়ন প্রত্যাশী উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম। এলডিপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় মহসচিব রেদোয়ান আহমেদ।
কুমিল্লা-৮ (বরুড়া):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি নাসিমুল আলম চৌধুরী নজরুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। জাতীয় পাটির বর্তমান এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ): 
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি তাজুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম হেলাল, শাহজালাল মজুমদার ও নুরন্নবী চৌধুরী কামাল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়রুল আজিম, সাবেক এমপি এটিএম আলমগীর, বিএনপি নেতা আবুল কালাম, সাবেক যুবদল নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী ও সফিকুর রহমান। জাপার মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আবদুল গফুর ভূইয়া ও মোবাশ্বের আলম ভূইয়া।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম):
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা আহ্বায়ক কামরুল হুদা। জামায়াতের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া বলেন, নির্বাচন এলে অনেক নেতার নাম শোনা যায়। তবে যারা জনগণ ও দলের নেতাকর্মীদের নিকট গ্রহণযোগ্য তারাই মনোনয়ন পাবে বলে আমার বিশ্বাস।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নিজামুল হক বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে সুষ্ঠু নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে। তৃণমূলের সঙ্গে সংযোগ আছে এবং স্বচ্ছতা রয়েছে এমন ব্যক্তিরা সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া উচিত বলে আমি মনে করি।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: