29 November 2015

বাবাকে নিয়ে কুমিল্লার জন্য কিছু করতে চাই - নাফিসা কামাল


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। তিনি বলেন, কুমিল্লাবাসীর ভালোবাসা ও উৎসাহে কুমিল্লা ভিক্টোরিয়ান্স গঠিত হয়েছে। কুমিল্লার মেয়ে হিসেবে এ উৎসাহ সবচেয়ে বেশি পাওয়ার, সবচেয়ে বেশি আনন্দের। উইন অর উইন- আমাদের বিশ্বাস। আমার স্বপ্ন বাবাকে নিয়ে কুমিল্লাতে কিছু করা। আমার জন্য দোয়া করবেন।
গতকাল কুমিল্লা টাউন হলে অনুষ্ঠিত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিতি ও মেগা কনসার্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দল পরিচিতি অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ছাড়া বাংলাদেশ ক্রিকেট ও পর্যন্ত আসতে পারতো না। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা প্রসঙ্গে তিনি বলেন, প্রথম ম্যাচে হেরে যাই। পরবর্তী ৩টি ম্যাচে কামব্যাক করি। কুমিল্লাবাসীর কাছে আমরা দোয়া চাই। প্রথমবার কুমিল্লায় এসেছি। ভালো লাগছে। তিনি দলের সকল খেলোয়াড়কে পরিচয় করে দেন। খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে একদল শিশু।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: