29 November 2015

ঠাঁই ছিল না কুমিল্লা টাউনহল মাঠে


নিজস্ব প্রতিবেদকঃ ভিক্টোরিয়ান্স মেগা কনসার্ট উপভোগ করতে গতকাল কুমিল্লা টাউন হলের আশেপাশের উঁচু ইমারতগুলোর ছাদে ঝুঁকিপূর্ণ অবস্থায় দর্শকশ্রোতাদের অবস্থান নিতে দেখা যায়। টাউন হল মাঠে ঠাই না পেয়ে তারা অবস্থান নিয়েছিল সিটি কর্পোরেশনের মার্কেটের ছাদে ও মিনিস্ট্রিয়েল কাবের টিনের চালে। মঞ্চ মাইকে তাদের বারবার সতর্ক করা হলেও তারা অবস্থান থেকে নড়েনি। ঝুঁকিপূর্ণ অবস্থায় দর্শকশ্রোতাদের অনেকে এ অবস্থায় কনসার্ট উপভোগ করলেও অনুষ্ঠান সমাপ্ত পর্যন্ত কোনো অঘটনের সংবাদ শোনা যায়নি।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: