28 November 2015

কুমিল্লা মাতাল মাশরাফিরা (ছবি ও ভিডিও)


নিজস্ব প্রতিবেদকঃ গানে গানে ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের আনন্দ উল্লাসে মাতিয়ে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত দল পরিচিতি ও মেগা কনসার্ট অনুষ্ঠানে কৃতি ক্রিকেটার, সঙ্গীত ও অভিনয় শিল্পীরা অংশগ্রহণ করেন।
কনসার্টে কুমিল্লার ক্রিকেটপ্রেমীদের মাতিয়ে গেলেন দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী ও অভিনয় শিল্পীসহ ভিক্টোরিয়ান্স দলের ক্রিকেটাররা। গানে গানে ও স্টেজ পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের আনন্দ উল্লাসে মাতিয়ে তুলেন তারা। ক্রিকেটারদের বরণ করে নিতে দুপুর থেকে টাউন হল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এছাড়া নগরীর কান্দিরপাড় এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। ক্রিকেটার ও শিল্পীদের আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে নগরজুড়ে। বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোড়ন সৃষ্টি করা কুমিল্লার ভিক্টোরিয়ান্স টানা তিনবার জয় পেয়ে শীর্ষস্থানে অবস্থান করছে।
নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বড় পর্দায় পুরো অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়। দুপুর থেকে গানে গানে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখা হয়। দুপুর থেকে অনুষ্ঠান শুরু হলেও সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অনুষ্ঠান মঞ্চে এসে দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রসারণ করেন কুমিল্লা সিসি টিভি। গত কয়েকদিন ধরেই ক্রিকেটার ও শিল্পীদের আগমনকে ঘিরে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপুর তিনটা থেকে কুমিল্লা টাউন হল মাঠে শুরু হয় মেগা কনসার্ট। এ কনসার্টের মাধ্যমেই কুমিল্লাবাসীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় সকল খেলোয়াড়দের।
উপস্থিত ছিলেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম, আশার জাইদি, মাহমুদুল হাসান, অলোক কাপালি, ক্রিস সান্তোকি, সুনীল নারাইন ও আবু হায়দারসহ স্কোয়াডের প্রায় সকলেই।
এতে গান করেন কন্ঠশিল্পী মমতাজ, কুমিল্লার কৃতি সন্তান আসিফ আকবর, লেলিন, তাপসসহ অনন্য শিল্পীরা।
এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কন্ঠশিল্পীরা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে হাজার হাজার দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। এ সময় নেচে-গেয়ে দর্শক-শ্রোতারা টাউন হল মাঠে অনুষ্ঠান উপভোগ করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ, কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফ, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলামার সারওয়ার, লোটাস কামালের বড় ভাই আবদুল হামিদ, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, আওয়ামীলীগ নেতা আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু, ভিপি কামরুল হাসান শাহিন ও মহানগর যুবলীগ নেতা মো: হাবিবুর আল আমিন সাদীসহ আরও অনেকে।

অনুষ্ঠানের আরোও ছবি দেখতে ক্লিক করুন 


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: