নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের রাইডার্সের বিপক্ষে নয় উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাত্র ৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১.৫ ওভারেই ম্যাচ শেষ করে মাশরাফি বিন মুর্তজারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান তাড়া করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান ২৯ রানের জুটি গড়েন। আরাফাত সানির বলে মাহমুদুল ফিরলে কায়েসের সঙ্গে দলের হাল ধরেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। এই উইকেটেই জয় তুলে নেয় কুমিল্লা। স্যামুয়েলস ২৪ বলে সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া ইমরুল কায়েস ২৯ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন। এর আগে সাকিববিহীন রংপুর রাইডার্স ব্যাট হাতে শুরুতেই খেই হারায়। বিপক্ষে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। টসে জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাট করতে পাঠায় কুমিল্লা। কিন্তু শ্রীলংকান পেয়ার নুয়ান কুলাসেকারার বোলিং তোপে উইকেটে দাঁড়াতেই পারেনি রংপুর রাইডার্স। প্রথম ১২ রান তুলতেই কুলাসেকারার বলে সাজঘরে ফেরেন রংপুরের তিন ব্যাটসম্যান। রংপুরের হয়ে উইকেটরক্ষক মোহাম্মদ মিথুন সর্বোচ্চ ২৮ তোলেন। কুমিল্লার পক্ষে নুয়ান কুলাসেকারা সর্বোচ্চ চারটি উইকেট নেন। এছাড়া আবু হায়দার দুইটি উইকেট তুলে নেন। জানিয়ে রাখা ভালো, বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) এটি তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দ্বিতীয় আসরে খুলনা রয়্যাল বেঙ্গলস ও সিলেট রয়্যালস ৬৭ রানে নিজেদের ইনিংস শেষ করেন। এটা বিপিএলের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দুই ম্যাচেই প্রতিপক্ষ দল ছিলো চিটাগং কিংস। আগের ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করার শাস্তিস্বরূপ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করেন পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।
27 November 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
0 facebook: