27 November 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মেগা কনসার্টের ব্যাপক প্রস্তুতি


হুমায়ূন কবির জীবনঃ বিপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোড়ন সৃষ্টি করা কুমিল্লা ভিক্টোয়িান্সের মেগা কনসার্টকে ঘিরে কুমিল্লায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি-বিদেশি ক্রিকেটার ও দেশের স্বনামধন্য অভিনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কুমিল্লার জেলা ও পুলিশ প্রশাসন। আগামীকাল ২৮ নভেম্বর শনিবার টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে দল পরিচিতি ও কনসার্ট। মেগা কনসার্টে পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), দলের চেয়ারম্যান নাফিসা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে গতকাল কুমিল্লা কাবে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, কুমিল্লা কাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, টাউন হলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, সাবেক ভিপি কামরুল ইসলাম শাহীন, প্রথম আলোর কুমিল্লা স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, দৈনিক কুমিল্লার কাগজ নির্বাহী সম্পাদক হুমায়ূন কবির জীবন প্রমুখ। প্রস্তুতি সভা শেষে অনুষ্ঠানের সভাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ অতিথিগণ।
প্রস্তুতি সভায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশি-বিদেশি ক্রিকেটার, কন্ঠশিল্পী মমতাজ, আসিফ আকবর, মিলা, লেলিন, তাপস, অনন্যা, অভিনেতা অনন্ত জলিল, বর্ষাসহ ক্রিকেটার ও খ্যাতিমান তারকা শিল্পী-অভিনেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানানো হয়েছে। কনসার্টকে কেন্দ্র করে টাউনহলসহ আশপাশের এলাকায় বসানো হবে সিসি ক্যামেরা। তাদের বিশ্রামের জন্য কুমিল্লা কাব ও সার্কিট হাউসে রুমের ব্যবস্থা করা হয়েছে। কনসার্টে পুরুষ ও মহিলা দর্শকদের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দেয়া হবে বলে সভায় জানানো হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: