28 November 2015

আজ কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কনসার্ট


নিজস্ব প্রতিবেদকঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোড়ন সৃষ্টি করা কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমের কুমিল্লার কনসার্টে গান করবেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ, আসিফ আকবর, মিলা। আজ বিকাল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই দল পরিচিতি ও কনসার্ট। কুমিল্লায় সবচেয়ে বড় আয়োজনের এই কনসার্টে নৃত্য পরিবেশন করবেন চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা। অনুষ্ঠানে কন্ঠশিল্পী তাপস এবং ক্ষুদে গানরাজ অনন্যা সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে হবে আকর্ষণীয় ফায়ার ওয়ার্কস। কুমিল্লার মানুষের অধীর আগ্রহে ঐ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: