নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের বোলিং। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) তৃতীয় আসর খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করা নারাইনের বোলিং পরীক্ষায় দেখা যায়, তার সব ধরণের ডেলিভারিতে কনুই ১৫-ডিগ্রি’র চেয়ে বেশি বাঁকে। এক স্বাধীন বায়ো-মেকানিক্যাল পরীক্ষার পর এই বিষয়ক নীতিমালার ৬.১ ধারা অনুযায়ী তার বোলিং অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না তিনি। এর অর্থ দাঁড়াচ্ছে বিপিএলের তৃতীয় আসরে আর দেখা যাবে না তাকে। তবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) চাইলে তাকে নিজেদের দায়িত্বে ঘরোয়া ক্রিকেটে খেলাতে পারে। গত নয় নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পালেকেল্লেতে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালরা। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সন্দেহভাজনের শিকার হয়েছিল নারাইনের বোলিং অ্যাকশন।
29 November 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
0 facebook: