30 November 2015

মানোহার আইচ (ভিডিও)


বিশেষ প্রতিবেদনঃ তৎকালীন বৃহৎ ভারতবর্ষের (তখন বাংলাদেশ ছিলো না) সর্বপ্রথম মিঃ ইউনিভার্স ছিলেন একজন বাঙ্গালী। তাঁর নাম মানোহার আইচ, তিনি ১৯১৩ সালের ১৭ মার্চ আমাদের কুমিল্লা জেলার ধামতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে গ্রুপ৩ চ্যাম্পিয়নশিপে মিঃ ইউনিভার্স হওয়ার যোগ্যতা লাভ করেন। তিনি এশিয়ান গেমস এর বডিবিল্ডিং ক্যাটাগরিতে তিনবারের গোল্ড মেডালিস্ট। তাঁর ছোটো দৈহিক উচ্চতার জন্য (৪ফুট ১১ইঞ্চি) তাকে তখন ডাকা হত ''পকেট হারকিউলিস'। তাঁর চেস্ট এবং ওয়েস্ট ছিলো যথাক্রমে ৫৪ইঞ্চি এবং ২৩ইঞ্চি। তিনি বর্তমানে কোলকাতায় বাস করেন। তাঁর বয়স ১০০ পার হল গত বছর। অবিশ্বাস্য লাগলেও তিনি এখন ও প্রতিদিন এক্সারসাইস করেন!!


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: