07 November 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাশে থাকবো - এমপি বাহার

ComillaV-MP-Bahar


দেলোয়ার হোসেন জাকিরঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ অংশ নেয়া দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সের’ পক্ষে সহযোগিতা চেয়ে শুক্রবার কুমিল্লা টাউন হলে সংবাদ সম্মেলন করেন ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র প্রধান উপদেষ্ট পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল। শুক্রবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র জন্য কুমিল্লা সকল সংবাদকর্মীদের আন্তরিক হয়ে পাশে থাকার জন্যে বলেন লোটাস কামাল। কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বিপিএল এ ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ খেলছে এটা কুমিল্লা বাসির জন্য গর্বের বিষয়। তিনি বলেন, আমি ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ ও লোটাস কামালের সাথে আছি।
এই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে ফ্যাঞ্চাইজি নেয়া কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের চেয়ারম্যান নাফিসা কামাল। সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: