কুমিল্লা রিপোর্ট২৪ ডেস্কঃ নোয়াখালী জেলাসহ তিন জেলা অন্তর্ভূক্ত না হলেও কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিভাগ হবে। বিভাগ বাস্তবায়নের সকল কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে, এ নিয়ে আর কোনো শঙ্কা নেই। কুমিল্লা বিভাগের সাথে কেউ থাকুক, আর নাই থাকুক কুমিল্লা বিভাগ হবেই।
গতকাল কুমিল্লা টাউন হলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর দল ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স গঠনের মধ্যদিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন অনেক দূর এগিয়ে গেছে। বিভাগ ছাড়া বিপিএলে দল নেয়ার কোনো নিয়ম নেই। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিভাগীয় দল হিসেবেই খেলবে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কুমিল্লা বিভাগের দল। কোন জেলা এ বিভাগের অন্তর্ভূক্ত হবে, আর কোন জেলা হবে না- তা ভাবার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিভাগ হবে। বিভাগ বাস্তবায়নের সকল কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। কুমিল্লা বিভাগ বাস্তবায়িত হবে, এ নিয়ে আর কোনো শঙ্কা নেই। কুমিল্লা বিভাগের সাথে কেউ থাকুক, আর নাই থাকুক কুমিল্লা বিভাগ হবেই।
বিভাগ হওয়ার সকল যোগ্যতাই কুমিল্লার আছে উল্লেখ করে লোটাস কামাল বলেন, কুমিল্লার ক্রিকেটকে এগিয়ে নিতে একটি আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে। এজন্য ৪২ একর জমির প্রয়োজন। আপনারা স্টেডিয়ামের জন্য পছন্দ মতো জায়গা খুঁজেন। কুমিল্লায় নির্মাণ করা হবে আন্তর্জান্তিক মানের স্টেডিয়াম। এগিয়ে যাবে কুমিল্লা, এগিয়ে যাবে কুমিল্লার ক্রিকেট।
0 facebook: