বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লীগে নতুন ফ্যাঞ্চাইজি পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমকে নিয়ে চলছে ব্যাপক মাতামাতি। শীর্ষ সব টিভি চ্যানেল এবং পত্রিকায় প্রতিদিনও প্রকাশিত হচ্ছে নানা খবর। প্রচার হচ্ছে সর্বশেষ তথ্যও। আর সে সুযোগে দেশের মানুষের সামনে কুমিল্লাকে তুলে ধরছেন দলটির চেয়ারম্যান নাফিসা কামাল।
নিজের ফেইসবুক পেইজে সেই অভিব্যক্তির কথা জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘কুমিল্লা কুমিল্লা কুমিল্লা। যখন যেখানে সুযোগ হয় সেখানেই কুমিল্লার কথা তুলে ধরছি। স্বপ্ন দেখাচ্ছি কুমিল্লাকে বিভাগে পরিনত করার। আমাদের আনন্দযাত্রায় সমর্থনও পাচ্ছি।’
নিজের ফেইসবুক পেইজে এ সব অভিব্যক্তি জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল পোস্টটির সাথে ১৬টি ছবি যুক্ত করে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায় তার সরব উপস্থিতি।
0 facebook: