নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই আসরে কুমিল্লার নামে দল পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে কুমিল্লাবাসী। কুমিল্লা ভিক্টোরিয়ানস্ জ্বর ছড়িয়ে পড়েছে সর্বত্র। ক্রিকেট ভক্তরা কুমিল্লায় দিনে দিনে নতুন মাত্রা যোগ করছে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ নিয়ে।
কুমিল্লা ভিক্টোরিয়ানস্ নামে দলটি নিতে কুমিল্লা-১০ থেকে নির্বাচিত সাংসদ, পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি, বিসিবি সভাপতি আহম মুস্তফা কামালের (লোটাস কামাল) কন্যা নাফিসা কামাল অগ্রণী ভূমিকা পালন করেন।
তাই তাকে অভিনন্দন জানাতেও ভুলছেন না ক্রিকেট প্রেমীরা। কুমিল্লার সবচেয়ে গুরত্বপূর্ণ পয়েন্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড মোড়সহ একাধিক স্থানে দেখাগেছে অভিনন্দন বার্তাসহ বিলবোর্ড।
এসব বিলবোর্ডে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল এবং তার কন্যা নাফিসা কামালকে বিপিএলের এই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানস্ নামে দল নেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এছাড়া কুমিল্লায় এখন শুধু আলোচনার বিষয় কুমিল্লা ভিক্টোরিয়ানস্, নাফিসা কামাল আর লোটাস কামাল।
0 facebook: