25 October 2015

খেলোয়াড় কিনতে সবচাইতে বেশী খরচ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের


বিশেষ প্রতিবেদনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে স্থানীয় ৬৩ ক্রিকেটারের পেছনে ফ্রাঞ্চাইজিদের মোট খরচ হবে ১২ কোটি ৪৪ লাখ টাকা। অন্যদিকে বিদেশী ৪৩ ক্রিকেটারের পেছনে ফ্রাঞ্চাইজিদের মোট খরচ হবে ১৮ কোটি ৬৬ লাখ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া সর্বোচ্চ দর ৭০ হাজার মার্কিন ডলারে খেলতে রাজি নন বলে ক্রিস গেইল, আফ্রিদি, রবি বোপারা, শোয়েব মালিক, সাঙ্গাকারাদের পেছনে বাড়তি খরচের অংকটা গোপনীয় থাকায় এই হিসেবটাই প্রকাশিত হয়েছে। অনেক বিদেশিকেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কিনেছে ফ্রাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে বিদেশিদের পিছনে খরচ হচ্ছে আরও অনেক বেশি টাকা।
খেলোয়াড় সংগ্রহে দলগুলোর এখন পর্যন্ত মোট খরচ :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
(দেশী ২ কোটি ১৮ লাখ + বিদেশী ৩ কোটি ২০ লাখ = ৫ কোটি ৩৮ লাখ টাকা)
ঢাকা ডায়নামাইটস: 
(দেশী ১ কোটি ৯৮ লাখ + বিদেশী ৩ কোটি ৩৬ লাখ = ৫ কোটি ৩৪ লাখ টাকা)
রংপুর রাইডার্স: 
(দেশী ১ কোটি ৭৫ লাখ + বিদেশী ৩ কোটি ৪৬ লাখ = ৫ কোটি ২১ লাখ টাকা)
চিটাগাং ভাইকিংস: 
(দেশী ২ কোটি ১৭ লাখ + বিদেশী ২ কোটি ৯৬ লাখ = ৫ কোটি ১৩ লাখ টাকা)
সিলেট সুপার স্টারস:
(দেশী ২ কোটি ১২ লাখ + বিদেশী ২ কোটি ৯৬ লাখ = ৫ কোটি ৮ লাখ টাকা)
বরিশাল বুলস: 
(দেশী ২ কোটি ২৪ লাখ + বিদেশী ২ কোটি ৭২ লাখ = ৪ কোটি ৯৬ লাখ টাকা)

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: