নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস্। নিজেদের প্রথম আসরেই বাজিমাত করার লক্ষ্যে দলগঠনে অন্যান্য দলগুলোর চেয়ে পিছিয়ে নেই কুমিল্লাও। সবচেয়ে বড় চমক মাশরাফি বিন মর্তুজা।
প্রথম থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ানস্ এর চেয়ারপার্সন নাফিসা কামাল মাশরাফি বিন মর্তুজাকে তার পছন্দের তালিকার শীর্ষে রেখে আসছিলেন।
তাই বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি২০ অধিনায়ককে পেয়ে বেশ উজ্জীবিত গোটা কুমিল্লা শিবির। এর সঙ্গে যোগ হয়েছে বিদেশী বেশকিছু কার্যকরী ক্রিকেটার। সব মিলিয়ে বিপিএলের তৃতীয় আসরে আত্ববিশ্বাস বেশ তুঙ্গে কুমিল্লার।
এছাড়া বৃহস্পতিবার প্লেয়ার্স বাই চয়েজের শুরুতেই বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েসকে কিনে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস্। এরপর উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসকে দলে ভেড়ায় তারা।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে প্রথমেই ইংল্যান্ডের ড্যারেন স্টিফেনকে কিনে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস্। এরপর শ্রীলংকান পেসার নুয়ান কুলাসেকারাকে দলে ভেড়ায় তারা। শুধু তাই নয়, এই দলে বিদেশী তারকাদের বেশ আধিক্য। যাদের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, পাকিস্তানের হয়ে সম্প্রতি ফর্মে ফেরা শোয়েব মালিক, আহমেদ শেহজাদ, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলসরা। সব মিলিয়ে দেশি-বিদেশি ক্রিকেটার মিলিয়ে কুমিল্লা দলটা হয়েছে বেশ ব্যালান্সড। সঙ্গে আছেন যোগ্য অধিনায়ক মাশরাফি। এবার মাঠের লড়াইয়ে নিজেদের জাত চেনাতে প্রস্তুত বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয়া নতুন এই দলটি।
স্থানীয় ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে যারা কুমিল্লার হয়ে খেলবেন, তারা হলেন-
দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, ধীমান ঘোষ।
বিদেশি ক্রিকেটার: সুনিল নারিন, শোয়েব মালিক, মারলন স্যামুয়েলস, আহমেদ শেহজাদ, ড্যারেন স্টিভেন্স (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), লাহিরু থিরিমান্নে (শ্রীলংকা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।
0 facebook: