বিশেষ প্রতিবেদনঃ শেষপর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) তৃতীয় আসরে দল পেলেন অলোক কাপালি। চলতি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি পরে মাঠে নামবেন তিনি। প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত থাকার পরের দিনই ‘বি’ গ্রেডের এই ব্যাটসম্যান অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কুমিল্লার দলও। দল পাওয়ার খবরটি অলোক কাপালি ফোনে Comillareport24.com কে নিশ্চিত করেছেন। প্রতিবেদককে তিনি বলেন, ‘গত রাতেই আমার সঙ্গে যোগাযোগ করেন কামাল ভাই(সাবেক বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল)। আমাকে বললেন, তুমি আমার দলে(কুমিল্লা) খেলছো।’
যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে থেকে এখনো ঘোষণা দেওয়া হয়নি। অলোক কাপালি জানালেন, এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে(বিসিবি) মেইল পাঠানো হয়েছে। বললেন, ‘বিসিবিকে মেইল পাঠিয়েছে কুমিল্লা। অন্যদিকে, কুমিল্লার পক্ষ থেকে ফোন মারফত কয়েকবার আমার সাথে যোগাযোগ করা হয়েছে। নিশ্চিত করেছে তারা খেলছি আমি।’ লটারি কিংবা নিলামের বাইরে অবিক্রিত খেলোয়াড় নিলে শোনা যায়, ভিত্তিমূল্যের চেয়েও কম অর্থে নেওয়া হয়। তবে এবার তেমন কোন সুযোগ থাকছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, কেউ যদি এমন করে তাহলেও ওই ক্রিকেটারকে গ্রেড অনুযায়ী মূল্যে সই করা লাগবে। অলোক কাপালির ক্ষেত্রেও এমন কিছু হচ্ছে কিনা, প্রশ্ন করা হলে উত্তরে বলেন, ‘না এমন কিছু হচ্ছে না। আমি ‘বি’ গ্রেডের ক্রিকেটার, যে দাম তাতেই নেওয়া হচ্ছে।’ বলে রাখা ভালো, ‘বি’ গ্রেডের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার কোন দল তার প্রতি আগ্রহ না দেখালে হতাশ হন তিনি। একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না বিপিএলে আমি দল পাইনি। যেখানে গত আসরেও আমার ভালো পারফরম্যান্স ছিলো।’
ব্যক্তিগত প্রভাবের অভিযোগও তোলেন তিনি। বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এখানে পাফরম্যান্সের চেয়ে ‘অন্যকিছু’কে বেশি প্রাধাণ্য দেওয়া হয়েছে। আমার কোন ব্যাকিং নেই। যাদের আছে, তারা দল পেয়েছেন। আমার নেই আমি পাইনি।’ তবে প্রথম দিনে অলোক কাপালির অবিক্রিত থাকাটা অবাক করেছে অনেককেই। সর্বশেষ আসরেও তিনি ছিলেন আইকন ক্রিকেটার। সঙ্গে ব্যাটে-বলে; বিশেষ করে বল হাতে দারুণ ভুগিয়েছেন প্রতিপক্ষকে। গত আসরে ছিলেন বরিশাল বার্নাসের অধিনায়ক। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৩০ রান সংগ্রহ করেন। বল হাতে শিকার করেন ছয়টি উইকেট।
0 facebook: