12 October 2015

কুমিল্লায় মাশরাফির অধীনে খেলবেন নারাইন-শোয়েব মালিক!


বিশেষ প্রতিবেদনঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) জন্য এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্বসেরা অনেক ক্রিকেটারের দিকে চোখ রাখছেন সমর্থকরাও। শোনা যাচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাশরাফির অধীনে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন এবং শোয়েব মালিক। ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এরই মধ্যে চুক্তি করেছেন সুনিল নারাইন এবং শোয়েব মালিকের সাথে। এর আগে, বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ইএসপিএন ক্রিকইনফোকে বিদেশি ক্রিকেটার প্রসঙ্গে বলেছেন, ‘আমি শুনেছি অনেক নামকরা ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করছেন।’ বিদেশি ক্রিকেটারদের তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি। বিপিএল গভর্নিং কমিটির এক সূত্র জানায়, মঙ্গলবার বৈঠকেই বিদেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করবে সংশ্লিষ্টরা। এবারের বিপিএলে সবমিলিয়ে মোট ১৮৬ জন বিদেশি ক্রিকেটারকে তালিকাভুক্ত করা হয়েছে। যার মধ্যে সর্বোচ্চ ৫২ জন ক্রিকেটার আবেদন করেছে এক পাকিস্তান থেকেই।
সূত্রঃ দৈনিক ঢাকা ট্রিবিউন

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: