বিশেষ প্রতিবেদনঃ কুমিল্লার জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর তার ফেইসবুক পেইজে লেখেন, " শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( BPL) ক্রিকেট। এই টুর্নামেন্টের কোন আসরেই কোন দলের সাথে আমি কখনোই সংযুক্ত ছিলামনা। এর কারন আমি T-20 পছন্দ করি না । আমার কাছে টেষ্ট ক্রিকেট সবসময়ই ভালো লাগে।এবার BPL এ খেলছে আমার জেলা শহর, আমার জন্মস্থান পৃথিবীর রাজধানী কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়ান'স দলটির স্বত্তাধিকারী আগে ছিলেন সিলেট রয়্যাল’স এর মালিক। আমার ফ্যানপেজে প্রতিদিন কুমিল্লার ফ্যানরা অধিকার নিয়েই বলেন দলের থিম সং গাইতে। আমি তাদের আবেগকে সম্মান জানাই। সমস্যা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর কারো সাথে আমার কোন যোগাযোগ নেই, কেউ আমার সাথে যোগাযোগও করেনি। উপযাচক হয়ে অনাহুত অতিথি হিসেবে মাতব্বরী করার বয়স এবং সময় এখন নেই। তবে কুমিল্লাবাসীর আবেগকে সম্মান জানিয়ে বলতে চাই- কুমিল্লা ভিক্টোরিয়ান’স আমার কাছে কোন রকম সহযোগীতা চাইলে আমি পাশে থাকবো।বরিশাল বুল’স আরেকটি ফ্র্যাঞ্চাইজি । তারা দল গঠনের আগেই আমার সাথে যোগাযোগ করেছে। ভেবেছিলাম ক্রিকেটের গান আর গাইবোনা। বরিশালের আক্রমণাত্মক আতিথেয়তা আমার সবসময় ভালো লাগে, তাই রাজী হয়ে গেলাম। আজ গাইবো বরিশাল বুল’স এর থিম সং। ‘সাবাস বাংলাদেশ’ গানটি গাইবার সময় যেমন অসুস্থ্য ছিলাম, আজও তেমনি অসুস্থ্য। কিন্তু গানটি গাইবো দম দিয়ে । ‘বরিশাল বুল’স কামাল কামাল বরিশাল বুল’স সামাল সামাল’। কথা- রাজীব আহমেদ, সুর – রাজেশ ঘোষ।কুমিল্লা ভিক্টোরিয়ান’স এর জন্য শুভকামনা ও জোরালো সমর্থন বিরাজমান থাকবে As a mango People of Comilla …………………….."
16 October 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
0 facebook: