17 October 2015

ছোটবেলার স্মৃতির শহর কুমিল্লাকে খুব মিস করি - কন্ঠশিল্পী নিশিতা বড়ুয়া


হুমায়ুন কবির জীবনঃ তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নিশিতা বড়ুয়া দৈনিক কুমিল্লার কাগজের সাথে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সংস্কৃতির পথিকৃৎ কুমিল্লা। ইতিহাস-ঐতিহ্য ময়নামতির কুমিল্লা। সৌন্দর্য্যরে নিদর্শন আছে এই শহরে। কুমিল্লা থেকে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছে এবং আছে। হয়তো ব্যস্ততার কারণে অনেকে কুমিল্লার কথা বলতে পারেন না। কিন্তু আমি যখনই কোনো প্রোগ্রাম কিংবা টেলিভিশনে যাই আমাকে প্রশ্ন করা হয় তখনই আমি বলি আমার জন্ম কুমিল্লায়। মনোহরপুর বাড়ি। কুমিল্লাকে নিয়ে গর্ব করি। কুমিল্লাকে সবসময় মিস করি। লেখাপড়া করেছি ওয়াইডব্লিউসিএ ও আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুল।
তিনি এ প্রতিবেদককে সাক্ষাৎকারে আরো বলেন, আজকেও যখন কুমিল্লায় এসেছি গাড়ি দিয়ে ঘুরেছি। অনেক ভালো লেগেছে। কুমিল্লা আমার কাছে সবসময় দামি। সবসময় কুমিল্লায় আসতে চাই, ব্যস্ততার জন্য আসতে পারি না।
কন্ঠশিল্পী নিশিতা বড়ুয়ার প্রিয় গানের মধ্যে সবচেয়ে বেশি গানটি রয়েছে ‘বন্ধু তোমায় মনে পড়ে’। আমার গানের জন্য সবচেয়ে বেশি উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন বাবা-মা আত্মীয়স্বজন এবং কুমিল্লাবাসী। সামাজিক শিক্ষা পরিবারের আত্মীয়স্বজনের কাছ থেকে শিখেছি। কুমিল্লায় আমার অনেক স্মৃতি রয়েছে।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে নিশিতা বড়ুয়া বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় সম্ভাব্য আসতে পারি। পূজা দেখতে আমার অনেক ভালো লাগে। কাকাদের হাত ধরে ছোট বেলা থেকে পূজা দেখতে পছন্দ করি। সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: