05 October 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ সালাউদ্দিন


নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজটা না হওয়ায় কিছুটা ঝিমিয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। তবে খুব শিগগিরই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের তৃতীয় আসর নিয়ে জেগে উঠবে ক্রিকেট পাড়া। নভেম্বরে মাঠে গড়াবে বিপিএল। ছয়টি ফ্র্যাঞ্চাইজি ধীরে ধীরে সরব হচ্ছে বিপিএল সম্পর্কিত কর্মকান্ডে। কোচিং স্টাফ নিয়োগসহ অন্যান্য কাজগুলো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। যেমনটা হেড কোচ ঠিক করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে থাকবেন। দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল সালাউদ্দিনকে হেড কোচ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “উনি আগেও আমাদের সাথে কাজ করেছেন। সে হিসেবে একটা ভালো বোঝাপড়া তো ছিলই। সালাউদ্দিন স্যার আমাদের হেড কোচ থাকবেন। আর ওয়াসিম আকরাম কনসালটেন্ট হিসেবে থাকবেন।”বিপিএলের দ্বিতীয় আসরে সিলেট রয়্যালসের কোচ ছিলেন সালাউদ্দিন। ওই আসরে সিলেট রয়্যালসের অন্যতম সত্ত্বাধিকারী ছিলেন নাফিসা কামাল। সেই সূত্রে এবারও বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফিল্ডিং কোচের উপরই আস্থা রাখছেন দেশের পরিকল্পনামন্ত্রী ও সাবেক আইসিসি, বিসিবি সভাপতি আহম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামাল। সালাউদ্দিন বর্তমানে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে কোচ হিসেবে কাজ করছেন। চলতি মাসেই তার দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: