05 October 2015

মনোহরগঞ্জে মাদক সম্রাজ্ঞী খাদিজা ওরোফে বুইজা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার ইউনিয়নের জাওড়া নিবাসি জনাবা খাদিজা বেগম আজ সন্ধ্যায় বিপুল পরিমান গাঁজা সহ গ্রেপ্তার হয়।গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল তার বাড়িতে তল্যাশী করে আর হাতে নাতে ২ কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করে।সে ও তার স্বামী মাদক সম্রাট আব্দুর রহমান বেশ কিছু দিন যাবৎ বিপুলাসার এর বিভিন্ন এলাকায় মাদক প্রাচার ও বিক্রি করে আসছিল।


শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: