05 October 2015

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কাজ শুরু


বিশেষ প্রতিবেদনঃ কুমিল্লা বিভাগ বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
সম্প্রতি গঠিত এই কমিটি বিভাগ বাস্তব‍ায়নে কাজ শুরু করেছে। কমিটি কাজের অগ্রগতি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা  বলেন, আগের কমিটির আদলে (ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটি) একটি কমিটি গঠন করা হয়েছে।
কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কতদূর কাজ এগিয়েছে আমি তা জানি না। তবে প্রতিবেদন পেলে জানতে পারবো।
কুমিল্লাকে বিভাগ করা হবে বলে গত ৪ মার্চ জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঐকান্তিক ইচ্ছাতেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: