বিশেষ প্রতিবেদনঃ কুমিল্লা বিভাগ বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
সম্প্রতি গঠিত এই কমিটি বিভাগ বাস্তবায়নে কাজ শুরু করেছে। কমিটি কাজের অগ্রগতি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আগের কমিটির আদলে (ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটি) একটি কমিটি গঠন করা হয়েছে।
কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কতদূর কাজ এগিয়েছে আমি তা জানি না। তবে প্রতিবেদন পেলে জানতে পারবো।
কুমিল্লাকে বিভাগ করা হবে বলে গত ৪ মার্চ জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঐকান্তিক ইচ্ছাতেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে।
0 facebook: