বিশেষ প্রতিবেদনঃ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর (বিপিএল)। বিপিএল নিয়ে বিসিবি আর ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে কম জল ঘোলা হয়নি। তাছাড়া ক্রিকেটারদের পুরানো পাওনা পরিশোধ, নতুন নিয়ম, বিদেশী ক্রিকেটারদের নিয়ম- এসব সমস্যা পার করেই শুরু হতে যাচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্ট।
এই মুহুর্তে দলের ঘর ঘোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। কোচ থেকে শুরু করে উপদেষ্টা সব কিছুই এখন বেছে নেওয়ার সময়। বিশেষ করে কুমিল্লা লিজেন্ড দলের মালিক নাফিসা কামাল বেশ ভালোভাবেই তার ঘরের দিকে নজর দিয়েছেন।
ইন্ডিপেন্ডেস টেলিভিশন সুত্রে জানা যায় , নাফিসা কামাল আশা করছেন কোচ হিসেবে বর্তমানের জাতীয় দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহেকে কুমিল্লা লিজেন্ডের কোচ হিসেবে পাবেন। তবে এক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) বাঁধা অতিক্রম করতে হবে তাকে।
অন্যদিকে, দলের জন্য উপদেষ্টা হিসেবে আশা করছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে।
শুধু কোচই নয়, ক্রিকেটার কেনার ব্যাপারেও এগিয়ে রয়েছে তার দল। কদিন আগেই জানিয়েছেন, শহিদ আফ্রিদিসহ ক্রিস গেইল আর কেভিন পিটারসেনকে দলে টানার চেষ্টা চালাচ্ছেন তারা। অন্যদিকে, মাশরাফিকে নেওয়ার জন্যও মুখিয়ে রয়েছেন তারা।