17 September 2015

কুমিল্লা লিজেন্ডস নয়, নাম হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স!


বিশেষ প্রতিবেদনঃ বিপিএলের ছয় দল চূড়ান্ত, বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সেই কাজটিও করে ফেলেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির নাম।
এরমধ্যে একটি দল কুমিল্লা লিজেন্ডস। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে রয়্যাল স্পোর্টিং লিমিটেড। কুমিল্লা লিজেন্ডস নামেই বিপিএলের তৃতীয় আসরে নাম লেখানোর কথা ছিল তাদের।
কিন্তু কুমিল্লা লিজেন্ডস নামটা শেষপর্যন্ত থাকছে না। দলটার নাম দেয়া হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান নাফিসা কামালই এমন তথ্য দিয়েছেন।
শুধু দলের নামই নয়, মালিকানাও বদলে গেছে। এ বিষয়ে নাফিসা কামাল বলেন, ‘আমাদের দলটার নাম হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া দলের মালিকানাও রয়্যাল স্পোর্টিং লিমিটেডের কাছে থাকছে না। কোম্পানির নাম কুমিল্লা লিজেন্ডস লিমিটেড। এ সংক্রান্ত কাগজ পত্র বিসিবিতে পাঠানো হয়েছে।’
ছয় দলের অংশগ্রহণে আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। এরআগে ২২ নভেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে টুর্নামেন্টের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

কুমিল্লা দলের নতুন নাম ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ নিয়ে নাফিসা কামালের ঘোষণা দেখুন ভিডিওতেঃ

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।