16 September 2015

‘কুমিল্লা লিজেন্ডস’ বিপিএলে থাকছে! আনুষ্ঠানিক ঘোষণা


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধন হবে আগামী ২২ নভেম্বর ২০১৫ছয়টি দলের অংশগ্রহণে এবার শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টির এই আসর
কুমিল্লাবাসীর বহুল প্রতীক্ষিত ‘কুমিল্লা লিজেন্ডস’ নামে দল থকছে এ আসরে
বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ নভেম্বরখেলাটি দিবা-রাত্রির ম্যাচ হবেবুধবার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গভর্নিং কাউন্সিলের মিটিং শেষে সাংবাদিকদের এসব ব্যাপারে জানান, গভর্নি কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহাএছাড়া এ সময় গভর্নি কাউন্সিলের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন
এবারের আসরে নতুন ও পুরোনো মিলে ছয়টি দল খেলবেকুমিল্লা লিজেন্ডসের মালিকানায় রয়েল স্পোর্টস, ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ, সিলেট রয়েলসের মালিকানায় আলিফ গ্রপ ও রংপুর রাইডার্স মালিকানায় আই স্পোর্টস
এবারের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্ব পেয়েছে বিআরবি কেবলসআগের আসরে টাইটেল স্পন্সরের দায়িত্বে ছিল প্রাইম ব্যাংক
তৃতীয় আসরে আপাতত তিনটি ভেন্যু ঠিক করা হয়েছেএগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও খুলনাএছাড়া আরো ভেন্যু বাড়তে পারে বলে জানিয়েছে বিপিএল গভর্নি কাউন্সিল

এদিকে এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের খেলার ব্যাপারে আশাবাদী বিপিএল কমিটিবিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, তাদের সঙ্গে আগের সব পাওনা মিটিয়ে দেওয়া হয়েছেতাই আমরা আশাবাদী তারা এবারের আসরে খেলবে

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।