20 September 2015

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আসছেন গেইল-পোলার্ড


বিশেষ প্রতিবেদনঃ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর (বিপিএল)। এই মুহুর্তে দলের ঘর ঘোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। কোচ থেকে শুরু করে উপদেষ্টা সব কিছুই এখন বেছে নেওয়ার সময়। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক নাফিসা কামাল বেশ ভালোভাবেই তার ঘরের দিকে নজর দিয়েছেন।
ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রেও বড়কিছুর দিকে চোখ সাবেক আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালের।
সময় টেলিভিশন সুত্রে জানা যায়, বিপিএলের ৩য় আসরে সবকিছু ঠিকঠাক থাকলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাবেন ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি, আহাম্মেদ শেহজাদ ও ওয়াব রিয়াজরা মাঠ মাতাবেন। আর লটারিতে মিলে গেলে অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে টাইগার ক্যাপটেন মাশরাফি বিন মুর্ত্তজা বা মুশফিকুর রহিমকে। তাছাড়া মেন্টর হিসাবে ওয়াসিম আকরামের আসাও নিশ্চিত এবং ব্যাটিং উপদেষ্টা হিসাবে সৌরভ গাঙ্গুলিরও থাকার সম্ভাবনা রয়েছে। তাই এবারের আসরের নবাগত দল লোটাস কামাল ও নাফিজা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স অনেক বড় চমক হয়ে আসছে বিপিএলে।আগামী ২৫ নভেম্বর থেকে মাঠে গড়াতে চলেছে বিপিএলের তৃতীয় আসর।
ভিডিওটি দেখুনঃ

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।