বিশেষ প্রতিবেদনঃ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসর (বিপিএল)। এই মুহুর্তে দলের ঘর ঘোছাতে ব্যস্ত ফ্রাঞ্চাইজিগুলো। কোচ থেকে শুরু করে উপদেষ্টা সব কিছুই এখন বেছে নেওয়ার সময়। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের মালিক নাফিসা কামাল বেশ ভালোভাবেই তার ঘরের দিকে নজর দিয়েছেন।
কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের চেয়ারম্যান নাফিসা কামাল বলেন, কুমিল্লাকে এবং কুমিল্লার ক্রিকেটকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে নিয়ে যেতে চাই। আমার বাবা আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং আমাদের পরিবারের কাছে কুমিল্লার মানুষের দাবি এটি। আমরা সে দাবি পূরণের চেষ্টা করবো।
নাফিসা কামাল জানান, আমরা কুমিল্লার মানুষের সমর্থন ও ভালোবাসা চাই। তাদের আনন্দ বিনোদনের সাথি হতে চাই।
তিনি আরো জানান, হেলিকপ্টারে করে কুমিল্লায় আমরা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রচারণা চালাবো। টিমের সব দল আসবে কুমিল্লায়। হবে জমকালো অনুষ্ঠান ও কনসার্ট।
উল্লেখ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্স নামে ফ্যাঞ্চাইজি নেয়ার খবরে কুমিল্লায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রয়্যাল স্পোটিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাফিসা কামাল সিলেট রয়্যাল নামে বিপিএলের দুই আসরে দল পরিচালনা করেন। কিন্তু এবার সিলেট রয়্যালের পরিবর্তে কুমিল্লা নামে ফ্যাঞ্চাইজি পেতে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড নামে একটি কোম্পানী খুলেন। আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামালের ইচ্ছাতে ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্স’ নামটি রাখা হয়।
নাফিসা কামাল জানান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাথে বাবার(লোটাস কামাল) অনেক স্মৃতি জড়িত। ভিক্টোরিয়া কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের ভিক্টোরিয়ান্স বলা হয়। সে কারনেই দলের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আগামী ২৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ছয়টি দল নিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরটি অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, কুমিল্লা লিজেন্ডস লিমিটেড এমন একটি দল গঠন করতে চাইছে যে দলে বিশ্ব সেরা খেলোয়াড়রা থাকবেন। দলটি হবে আকর্ষণীয়। লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ান হওয়া। আর দলটির সমর্থন পেতে আয়োজন করা হবে নানা অনুষ্ঠান মালা। অনুষ্ঠান হবে ঢাকা ও কুমিল্লায়।
জানা গেছে, নতুন এই দলটির জন্য কোচ হিসেবে চিন্তাভাবনা রয়েছে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। খেলোয়াড়দের তালিকায় যাদের নাম চিন্তাভাবনা করা হচ্ছে তারা হচ্ছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, পাকিস্তানের শহীদ আফ্রিদী, ইংল্যান্ডের কেভিন পিটারসন। শ্রীলংকার খেলোয়াড়ও রয়েছে পছন্দের তালিকায়।
এদিকে বিপিএলে কুমিল্লা নামে দল হওয়ার খবরে বৃহত্তর কুমিল্লা এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় পত্রিকায় যেমন এনিয়ে খবর প্রকাশিত হচ্ছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও এনিয়ে বেশ মাতামাতি রয়েছে।