09 September 2015

‘কুমিল্লা লিজেন্ডস’ বিপিএলের জন্য চূড়ান্ত

বিশেষ প্রতিবেদন : নানা জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগেরের (বিপিএল) তৃতীয় আসরে খেলবে ‘কুমিল্লা লিজেন্ডস’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কুমিল্লার নামে নতুন ওই দলটি দিতে সম্মত হয়েছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করছেন। খুব শিঘ্রই বিসিবি আনুষ্ঠানিকতার মাধ্যমে চূড়ান্ত দলগুলোর নাম ঘোষণা করবে। জানা গেছে, ‘কুমিল্লা লিজেন্ডস’ দলটির মালিকানা পাচ্ছে রয়্যাল স্পোর্টিংস লিমিটেড। যদিও রয়্যাল স্পোর্টিংস লিমিটেড বিপিএলের গত দুই আসরে সিলেট রয়্যালস নামে দল পরিচালনা করে ছিল। কিন্তু তারা এবার ‘কুমিল্লা লিজেন্ডস’ নামে দল পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করে। প্রথমে বিসিবি না করে দিলেও পরবর্তীতে ওই নামে দল দিতে সম্মত হয়। রয়্যাল স্পোর্টিংস লিমিটেড এর চেয়ারপার্সন নাফিসা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এবার ‘কুমিল্লা লিজেন্ডস’ নিয়েই মাঠে নামব। আমরা কুমিল্লাবাসীর দোয়া ও সাপোর্ট চাই।’ উল্লেখ্য, নাফিসা কামাল আইসিসি ও বিসিবি’র সাবেক সভাপতি, পরিকল্পনামন্ত্রী এবং কুমিল্লা-১০ আসনের সাংসদ আ.হ.ম মোস্তফা কামাল এফসিএ’র মেয়ে। এদিকে, বুধবার সন্ধ্যায় সব পাওনা টাকা পরিশোধ করে বিপিএলের ষষ্ঠ দল হিসেবে ফিরে এসেছে আলিফ গ্রুপ। তবে এবার তারা পাচ্ছে সিলেট রয়্যালসের দায়িত্ব। এছাড়া আই স্পোর্টিং লিমিটেড রংপুর রাইডার্স, বেক্সিমকো গ্রুপ ঢাকা গ্লাডিয়েটর্স, ডিবিএল গ্রুপ চট্টগ্রাম কিংস, এক্সিওম গ্রুপ বরিশাল বার্নার্স নামে দল পরিচালনা করবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।