আবুল কাশেম হৃদয়।। ‘কুমিল্লা
লিজেন্ডস’ নামে নয় কুমিল্লা শব্দটির
সাথে আরো আকর্ষণীয় নাম খোঁজা
হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের
(বিপিএল) এর জন্য। সেই সাথে
রয়্যাল স্পোটিংস লিমিটেডের
পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস
লিমিটেড কুমিল্লা নামের সাথে
আকর্ষণীয় নাম যুক্ত করে
ফ্রেঞ্চাইজি নিতে সব রকম প্রস্তুতি
সম্পন্ন করেছে। কুমিল্লা লিজেন্ডস
লিমিটেড সংশ্লিষ্টরা জানান,
আমরা চাই এমন একটা দল করতে যা
অংশ নেয়ার প্রথম আসরেই বাজিমাত
করবে। এই দলে থাকবে বিশ্বসেরা
সব খেলোয়াড়।
সূত্র জানায়, কুমিল্লা লিজেন্ডস
লিমিটেড নামে একটি লিমিটেড
কোম্পানী খোলা হয়েছে। নেয়া
হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানীর
রেজিষ্ট্রেশনও। রয়্যাল স্পোটিংস
লিমিটেডের পরিবর্তে কুমিল্লা
লিজেন্ডস লিমিটেড নামে
আইসিসির সাবেক সভাপতি ও
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা
কামাল (লোটাস কামাল) এবং তাঁর
দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা
কামাল এটির কর্ণদ্বার থাকছেন।
সেই সাথে এ কোম্পানীতে যুক্ত করা
হচ্ছে কয়েকজন সম্ভাবনাময় তরুণ
উদ্যোক্তা।
সূত্রটি আরো জানায়, প্রথমে
কুমিল্লা লিজেন্ডস নামে দলটির
চিন্তাভাবনা করা হলেও কুমিল্লা
শব্দটির সাথে আরো আকর্ষণীয় নাম
দেয়া যায় কিনা সে চেষ্টা চালানো
হচ্ছে।
সূত্র বলছে, আগে রয়্যাল স্পোটিংস
লিমিটেড কুমিল্লা নামে দলের
ফ্রেঞ্চাইজি চেয়েছে কিন্তু এখন
রয়্যালের পরিবর্তে কুমিল্লা
লিজেন্ডস লিমিটেড কুমিল্লা নামে
দলের ফ্রেঞ্চাইজি নিবে। আর এর সব
প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রয়্যাল
স্পোটিংস লিমিটেডের মালিকানায়
অংশিদ্বারিত্ব রয়েছে আইসিসির
সাবেক সভাপতি ও পরিকল্পনা
মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস
কামাল) এর দুই মেয়ে কাশফি কামাল
ও নাফিসা কামালের। বিপিএলের
গত দুই আসরে সিলেট রয়্যাল নামে
তারা দল পরিচালনা করেছে।
আগামী ২৫ নভেম্বর শুরু হতে যাচ্ছে এ
টুর্নামেন্ট। ছয়টি দল নিয়েই
বাংলাদেশ প্রিমিয়ার লিগের
(বিপিএল) তৃতীয় আসরটি অনুষ্ঠিত
হবে।
জানা গেছে, ফ্রেঞ্চাইজি নির্ধারণ
সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তআসবে
বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে,
বিসিবি বোর্ড থেকে নয়। সংবাদ
মাধ্যমকে এমনটাই জানিয়েছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বিসিবির সভাপতি নাজমুল হাসান
পাপন। বিদেশে থাকা বিসিবি
সভাপতি দেশে ফিরলেই এ ব্যাপারে
চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হতে
পারে রবি অথবা সোমবারের মধ্যেই।
সূত্র জানায়, কুমিল্লা লিজেন্ডস
লিমিটেড এমন একটি দল গঠন করতে
চাইছে যে দলে বিশ্ব সেরা
খেলোয়াড়রা থাকবেন। দলটি হবে
আকর্ষণীয়। লক্ষ্য থাকবে
চ্যাম্পিয়ান হওয়া। আর দলটির সমর্থন
পেতে আয়োজন করা হবে না অনুষ্ঠান
মালা। অনুষ্ঠান হবে ঢাকা ও
কুমিল্লায়।
জাতীয় একটি দৈনিকের ক্রীড়া
সাংবাদিক জানান, যেহেতু দলটির
পেছনে আইসিসির সাবেক সভাপতি
ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা
কামাল রয়েছেন সেহেতু
ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় তেমন সমস্যা
হবে না। তবে বিসিবি সভাপতি
নাজমুল হাসান পাপন এখন দেশের
বাইরে থাকায় আরো কয়েকদিন এ
ব্যাপারে সিদ্ধান্ত পেতে অপেক্ষা
করতে হবে।
এদিকে দেশি-বিদেশি
ক্রিকেটারদের পারিশ্রমিকের
একটি খসড়া তৈরি করেছে বিপিএল
গভর্নিং কাউন্সিল। বিসিবি সূত্রে
জানা গেছে, বিপিএলে প্রতিটি দল
১২ জন দেশি ও ৭ জন বিদেশি
ক্রিকেটারকে দলে ভেড়াতে
পারবে। প্লেয়ার্স বাই চয়েজ
পদ্ধতিতে দলগুলো ক্রিকেটার কিনে
নেবে। দেশি-বিদেশি
ক্রিকেটারদের বিভিন্ন
ক্যাটাগরিতে ভাগ করা হবে। প্রতি
ক্যাটাগরিতে ক্রিকেটারদের
পারিশ্রমিকও প্রাথমিকভাবে ঠিক
করা হয়েছে।
বাংলা নিউজ সূত্রে জানা গেছে,
দেশি ক্রিকেটারদের জন্য আইকন,
ক্যাটাগরি এ, বি, সি ও অনূর্ধ্ব-১৯ এই
পাঁচভাগে ভাগ করা হবে। আইকন
ক্রিকেটারের পারিশ্রমিক হবে ৩৫
লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরি থেকে
তিনজন ক্রিকেটার নিতে পারবে
দলগুলো। তাদের মূল্য হবে ২৮ লাখ
টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা
ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ২২
লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির
ক্রিকেটাররা পাবেন ১৫ লাখ টাকা
করে। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দু’জন
ক্রিকেটার নিতে পারবে দলগুলো।
তাদেরকে পারিশ্রমিক দিতে হবে ৫
লাখ টাকা।
বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ
পারিশ্রমিক হবে ৭০ হাজার ডলার।
এর চেয়ে বেশি মূল্যে যদি কোনো
ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো
নিতে চায় তাহলে ওই ক্রিকেটারের
পারিশ্রমিকের দায়িত্ব নেবে না
বিসিবি। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার
৫০, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৪০ ও
‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩০
হাজার ডলার পাবেন।
12 September 2015
Author: নতুন প্রজন্ম কুমিল্লা
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
আরো দেখুনঃ
- Blog Comments
- Facebook Comments