06 September 2015

বিপিএলের সব সমীকরণ কুমিল্লার পক্ষে!


লিটন মাহমুদ : বিপিএল খেলবে কুমিল্লা এনিয়ে কুমিল্লার মানুষের কৌতূহলের শেষ নেই। আগামী ২৫ নভেম্বর শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। এ আসরটিতে কুমিল্লার নামে একটি দল খেলবে তা গত এক সাপ্তাহ ধরে ক্রিকেটপ্রেমীদের কাছে ছিল আলোচনার একমাত্র বিষয়। সিলেট রয়্যালসের চেয়ারপার্সন নাফিসা কামাল বিপিএলের গত দুই আসরে দলের নাম ‘সিলেট রয়্যালস’ নিয়ে খেললেও এবার তিনি কুমিল্লার হয়ে ‘কুমিল্লা লিজেন্ডস’ নামে দল পরিচালনা করতে চান। মূলত এ সংবাদটিই ছিল ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। কিন্তু ঘটনা এখন নতুন মোড় নিয়েছে। নাফিসা কামালের ঘোষণা অনুযায়ী সিলেট দলনিয়ে এবার না খেলার আগ্রহের পরিপ্রেক্ষিতে ওই দলটি পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করেছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি। এ কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি। তাই কুমিল্লা নামে নতুন দল ঘোষণা করেই করতে হবে এর সমাধান। এ ক্ষেত্রে সিলেট যাবে নতুন ফ্র্যাঞ্চাইজির হাতে আর বর্তমান সিলেট রয়্যালসের চেয়ারপার্সন নাফিসা কামাল পাবেন কুমিল্লার হয়ে দল পরিচালনার সুযোগ। অন্য সমীকরণ বলছে, ৭টি বিভাগের নাম রেখেই নামগুলো চুড়ান্ত করতে হবে, এমন কোন নিয়মও নেই বিপিএলে। তাই যে প্রতিষ্ঠান দল কিনবে, তারাই নিজেদের মত করে নাম দিতে পারে। সেক্ষেত্রে একটি ফ্র্যাঞ্জাইজি ‘কুমিল্লা লিজেন্ডস’ নামটিও দিতে পারে। এছাড়া ‘কুমিল্লা লিজেন্ডস’ প্রসঙ্গে নাফিসা কামাল গণমাধ্যমে নিজেই বলেছেন তিনি এবার কুমিল্লার হয়ে দল পরিচালনা করতে চান। আর তাই হলে দলের নাম হবে ‘কুমিল্লা লিজেন্ডস’। এছাড়া ‘কুমিল্লা লিজেন্ডস’ নামে দল পরিচালনার সুযোগ পেলে তিনি তার দলে বিশ্বের বাঘা বঘা ক্রিকেটারদের নেয়ার কথাও উল্লেখ করেন। সব সমীকরণই এখন পর্যন্ত রয়েছে কুমিল্লার পক্ষে। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন চূড়ান্ত কয়টি দল বিপিএল খেলার সুযোগপেল তা বুধবারের মধ্যে জানানো হবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।