04 September 2015

কুমিল্লাকে দেখে নোয়াখালীও দল চাইছে বিপিএল-এ

৭ বিভাগের বাহিরে শুধু কুমিল্লা বিপিএল খেলার সম্ভবনা থাকলেও কুমিল্লার দেখা দেখি এখন নোয়াখালীও দল চাইছে বিপিএল-এ। শুক্রবার রাত সাড়ে ১০টায় ৭১টিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে এমনটাই আভাস পাওয়া গেছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে ৭১টিভিতে বলা হয়, ৭ বিভাগের বাহিরে কুমিল্লা ও নোয়াখালী নামে দল পরিচালনা করতে প্রস্তাব রয়েছে বিসিবি সভাপতির কাছে। নাজমুল হাসান পাপন বলেন, বিপিএল খেলার বিষয়ে নোয়াখালীর একটা বিরাট প্রেসার রয়েছে। এর আগে কুমিল্লা নামে দল বিপিএল খেলতে চায় এমন প্রস্তাবের কথা বেশ জোরেশোরে শোনা গেলেও এই প্রথম শুক্রবার নতুন করে শোনাগেল নোয়াখালীর নাম। তবে কয়টি দল চূড়ান্ত হলো তা বুধবারের মধ্যে জানবে বিপিএল কর্তারা।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।