03 September 2015

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ভয়াবহ যানজট

চৌদ্দগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলাধীন ২০ কিলোমিটার এবং ফেণী জেলার প্রায় ১৫ কিলোমিটার রাস্তায় বুধবার ভোর থেকেই ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হওয়ায় অফিসগামী, ব্যবসায়ী এবং সাধারন মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে দেখা যায়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, নতুন মহাসড়কের বিভিন্ন সংযোগ সড়ক হঠ্যাৎ করে বন্ধ করে দেওয়ায় এই যানজটের সৃষ্টি। মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বাবুর্চী সংযোগ, ট্রেনিং সেন্টার সংযোগ, হায়দারপুল সংযোগ এবং আমজাদের বাজার সংলগ্ন সংযোগ সড়কগুলো বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা প্রচুর গাড়ির চাপ এক রাস্তায় না হওয়ায় এই যানজেটর সৃষ্টি হয়েছে। এই বিষয়ে চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার এস আই ইব্রাহিম জানান, চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন সংযোগ সড়কে যান চলাচল বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি। তবে ইতিমধ্যেই আমরা যানজট নিয়ন্ত্রনে এনেছি এবং কিছুক্ষনের মধ্যেই জ্যাম শেষ হবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।