14 September 2015

কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে কুমিল্লা নামে বিপিএলে দল নেয়া-লোটাস কামাল


আবুল কাশেম হৃদয়ঃ আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কুমিল্লাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) এ ‘কুমিল্লা’ নামে ফ্যাঞ্চাইজি চাইছি। কুমিল্লার ব্যাপারে আমরা সবাই এক। আমরা এক সাথেই কাজ করবো। কুমিল্লাবাসী অনেক দিন ধরে প্রত্যাশা করছিল ক্রিকেট নিয়ে কুমিল্লায় কিছু করি। সেই প্রত্যাশা পূরণে কাজ করছি। আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) দৈনিক কুমিল্লার কাগজকে এ সব কথা বলেন। তিনি বলেন, প্রথম আসরে চ্যাম্পিয়ান হওয়ার মতো দল করা হয়তো সম্ভব হবে না। তবে চেষ্টা থাকবে ভাল করার। কারা দলে খেলবে সেটি ঠিক করার সময় আসে নি এখনো। দলের নাম কি হবে জানতে চাইলে তিনি বলেন, এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। সপ্তাহখানেকের মধ্যে সব হবে আশা করি। তিনি বলেন, কুমিল্লা লিজেন্ডস হওয়ার সম্ভাবনাই বেশি। এটা ৯৯ ভাগ। তবে আরো ভাবা হচ্ছে। উল্লেখ্য, কুমিল্লা লিজেন্ডস লিমিটেড নামে একটি লিমিটেড কোম্পানী খোলা হয়েছে। রয়্যাল স্পোটিংস লিমিটেডের পরিবর্তে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড নামে আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এবং তাঁর দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল এটির কর্ণদ্বার থাকছেন। সেই সাথে এ কোম্পানীতে যুক্ত করা হচ্ছে কয়েকজন সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা। নাফিসা কামাল কুমিল্লা লিজেন্ডসের চেয়ারম্যান।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।