14 September 2015

এবার চলচ্চিত্রে আসিফ

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ। সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ তে আসিফকে অভিনয় করতে দেখা যাবে। ক্রিকেট খেলা কেন্দ্রীক এই চলচ্চিত্রে একটি গানেও প্লেব্যাক করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে সোমবার দুপুরে নিজের ফেসবুক ফ্যান পেইজে আসিফ লিখেন, ‘একটা সিনেমা ক্রিকেটকে কেন্দ্র করে। ছবিটায় একটা গানও আমার আছে ক্রিকেট এবং ক্রিকেটারের প্রেমকে কেন্দ্র করে। আমি প্লে-ব্যাক আর্টিষ্ট, গাইতেই পারি। কিন্তু পরের ঘটনাটা আমার বিগত ইতিহাসের সাথে আর গেলো না। কাছের মানুষদের অত্যাচারে রাজি হয়ে গেলাম। কেউ অনুগ্রহ করে ভাববেন না আমি অভিনেতা হতে যাচ্ছি,গল্পের প্রয়োজনে যেতে বাধ্য হচ্ছি।’ এদিকে চলচ্চিত্রটিতে আসিফের চরিত্রটি একজন ক্রিকেট ধারা ভাষ্যকারের। এতে তার সঙ্গী হবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।