বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে হবে ছয়টি দল নিয়ে।তবে বিসিবির তালিকায় ছয় দলের মধ্যে থাকা অনেক প্রতিষ্ঠান দল গোছানো সহ ভবিষ্যত পরিকল্পনা শুরু করেছে।যেমনটা গত আসরেও সিলেট রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি থাকা রয়্যাল স্পোর্টিং লিমিটেড।তৃতীয় আসরে তারা কুমিল্লা লিজেন্ডস নামে খেলবে। এবার দলটির উপদেষ্টা থাকবেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল। যিনি আইসিসি ও বিসিবির সভাপতি ছিলেন।শুধু তাই নয়, দলের কোচ ও উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি সাবেক পাক পেসার ওয়াসিম আকরাম ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান নাফিসা কামাল। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা কোচ ও প্লেয়ার নিয়ে চিন্তা করা শুরু করেছি। কোচ ও মেন্টরের ক্ষেত্রে ওয়াসিম আকরাম ও গাঙ্গুলিকে নেওয়ার চেষ্টা চলছে।’তিনি বলেন, ‘ওয়াসিম আকরাম হয়তো একমাস সময় দিতে পারবেন যেহেতু বিপিএল টুর্নামেন্ট চলবে একমাসের মতো। তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা উপদেষ্টা হিসেবে আসতে চাচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি একজন পূর্ণ কোচকে। আমরা মাশরাফি বিন মুর্তজাকে নেওয়ার চেষ্টা করবো। পাকিস্তানের শহিদ আফ্রিদিকে আমরা নেবো। এছাড়া তালিকায় থাকবেন কেভিন পিটারসেন।’ নাফিসা আরও বলেন , শ্রীলংকা দল থেকে মাত্র অবসর নেওয়া দুই মহারথি মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার সঙ্গেও কথা বলছে তার দল। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি খেলা কিছু ক্রিকেটারকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।
বিপিএলে ভয়ংকর রূপ নিয়ে আসছে কুমিল্লা লিজেন্ডস!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে হবে ছয়টি দল নিয়ে।তবে বিসিবির তালিকায় ছয় দলের মধ্যে থাকা অনেক প্রতিষ্ঠান দল গোছানো সহ ভবিষ্যত পরিকল্পনা শুরু করেছে।যেমনটা গত আসরেও সিলেট রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি থাকা রয়্যাল স্পোর্টিং লিমিটেড।তৃতীয় আসরে তারা কুমিল্লা লিজেন্ডস নামে খেলবে। এবার দলটির উপদেষ্টা থাকবেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তাফা কামাল। যিনি আইসিসি ও বিসিবির সভাপতি ছিলেন।শুধু তাই নয়, দলের কোচ ও উপদেষ্টা হিসেবে দেখা যেতে পারে কিংবদন্তি সাবেক পাক পেসার ওয়াসিম আকরাম ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে। এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান নাফিসা কামাল। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা কোচ ও প্লেয়ার নিয়ে চিন্তা করা শুরু করেছি। কোচ ও মেন্টরের ক্ষেত্রে ওয়াসিম আকরাম ও গাঙ্গুলিকে নেওয়ার চেষ্টা চলছে।’তিনি বলেন, ‘ওয়াসিম আকরাম হয়তো একমাস সময় দিতে পারবেন যেহেতু বিপিএল টুর্নামেন্ট চলবে একমাসের মতো। তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তারা উপদেষ্টা হিসেবে আসতে চাচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি একজন পূর্ণ কোচকে। আমরা মাশরাফি বিন মুর্তজাকে নেওয়ার চেষ্টা করবো। পাকিস্তানের শহিদ আফ্রিদিকে আমরা নেবো। এছাড়া তালিকায় থাকবেন কেভিন পিটারসেন।’ নাফিসা আরও বলেন , শ্রীলংকা দল থেকে মাত্র অবসর নেওয়া দুই মহারথি মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারার সঙ্গেও কথা বলছে তার দল। এছাড়া ইংল্যান্ডের কাউন্টি খেলা কিছু ক্রিকেটারকেও অন্তর্ভুক্ত করা হতে পারে।