16 September 2015

অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষণা - মতিন খসরু



নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর পাওয়ায় কুমিল্লা কর অঞ্চলের কর্মকর্তাদের প্রশংসা করে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেছেন, জাতীয় উন্নয়নে কুমিল্লার অবদান অনেক বেশি। অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। আর সেই সাথে বাংলাদেশ যে প্রতিটি ক্ষেত্রে উন্নতি করছে এবং এগিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকবে।
জাতীয় আয়কর দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা কর অঞ্চলের আওতাধীন ৬টি জেলার ৩৫ জন সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’ এ স্লোগানে মঙ্গলবার কর অঞ্চল-কুমিল্লার উদ্যোগে কুমিল্লা কোটবাড়ি পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) অডিটরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর অঞ্চল-কুমিল্লার কমিশনার মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-কুমিল্লার কমিশনার মো. আনোয়ার হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান। অনুষ্ঠানে কর অঞ্চল-কুমিল্লার অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ ৬ জেলার সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী ৩৫জন করদাতাকে (২০১৪-’১৫ অর্থবছর) ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।