04 February 2016

অবশেষে সংস্কার হচ্ছে ভিক্টোরিয়া কলেজ রোড




নিজস্ব প্রতিবেদকঃ বছরের পর বছর বেহাল সড়ক আর জলাবদ্ধতায় ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগে কেটেছে। তবুও দেখার কেউ ছিল না, সংবাদের সংবাদের পর কেউ সাড়া দেইনি। তবে সিটি কর্পোরেশন এর আওতার বাইরে থাকলেও অনেক আগে থেকেই শিক্ষার্থীর দুর্ভোগ নিয়ে ভাবতেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র মনিরুল হক সাক্কু। অতপর জ্যাইকা এবংবিশ্বব্যাংকের সাথে আলোচনা শুরু হয়। তবে অবশেষে আলোচনায় চুড়ান্ত ফলাফলে বিশ্বব্যাংকের সহযোগীতায় রাস্তা নির্মাণের অনুমোদন পেলেন। ইতিমধ্যে সড়কের কাজ দ্রুত গতিতে চলছে।বুধবার (৩ ফেব্রুয়ারি) পরিদর্শনে গিয়ে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, এ রাস্তা দিয়ে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া কলেজের প্রায় ৩০ হাজারের অধিক শিক্ষার্থী এবং দুইটা ইউনিয়নের কয়েক হাজার জনসাধারণ চলাচল করে। প্রতিদিন তাদের দুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে বিশ্বব্যাংকের সহযোগিতায় রাস্তা সংস্কারের কাজ করছি। ইতিমধ্যে কালভার্ট ও ড্রেন এর কাজ শেষ হয়েছে। কুমিল্লা (দ:) জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেল, এ রাস্তাটি বহু প্রতিক্ষিত ছিলো, বেহাল রাস্তায় আমারাও ভোক্তভোগী ছিলাম। অবশেষে আমার নেতা সাক্কু ভাইয়ের নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের দুর্ভোগের অবসান হচ্ছে।এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল আলম, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রোমেন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। রাস্তার সংস্কারের কাজ শুরু হওয়ার কলেজের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ স্বস্তি প্রকাশ করে সিটি মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন।কলেজ শিক্ষার্থী আবুল কালাম আজাদ বলেন, আমরা অত্যন্ত খুশি, দুর্ভোগের দিন শেষ হওয়ার পথে, আমরা আশা করি খুব দ্রুত রাস্তা সংস্কারের কাজ শেষ হবে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: