নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভা আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি এই কমিটি ঘোষনা করেন।
সম্মেলনে জেলা আওয়ামীলীগের আহবায়ক আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -রেলপথমন্ত্রী মুজিবুল হক, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য রবিউল মোক্তাদির চৌধুরী এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আবদুল মতিন খসরু, সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিদায়ী কমিটির যুগ্ম আহবায়ক আফজল খান।
0 facebook: