08 February 2016

নিমসার বাজারের ব্যবসায়ীরা এখন খোলা আকাশের নিচে


মো. জাকির হোসেনঃ সড়ক-জনপদ বিভাগের উচ্ছেদের ফলে নিমসার বাজারের শতাধিক ব্যবসায়ী এখন খোল আকাশের নিচে রয়ে গেছে। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে এখন এক প্রকার মানবতর দিন কাটাচ্ছে ব্যবসায়ীরা। দ্রুত বাজারের নতুন স্থান নির্ধারণ না করলে নষ্ট হয়ে যেতে পাড়ে বাজারটি।
রজমিনে পরিদর্শনে দেখা যায়, বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ী খোলা আকাশের নিচে বিভিন্ন প্রকারের সবজী নিয়ে বসে আছে। আনেক ব্যবসায়ী তাদের দোকানের ভাঙ্গা অবকাঠামো সড়ানোতে ব্যস্থ। দেশের উত্তর বঙ্গ থেকে সবজির ট্রাক এসে সবজি নামানোর স্থান পাচ্ছে না। তাই রাস্তার পাশে দাড়িয়েই চালিয়ে যাচ্ছে ব্যবসা। অন্যদিকে অনেক ব্যবসায়ী ভাড়াকৃত দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিল। দোকান উচ্ছেদের ফলে তাদের মালামাল নিয়ে কোথায় যাবে তাও বলতে পারছেনা। সব মিলিয়ে এক প্রকার মানবতর জীবনের দিকে চলে গেছে তাদের ব্যবসা। বাজারের ইজারার কিংবা পরিচলনা কমিটির এখন পর্যন্ত ব্যবসায়ীদের নিয়ে কোন প্রকার আলোচনা না করায় হতাশায় ভূগছে ব্যবসায়ীরা। তাই ব্যবসায়ীদের দাবী দ্রুত বাজারের স্থান নির্ধারন করা হউক। না হয় বন্ধ হয়ে যেতে পারে শত বছরের পুরনো এই নিমসার বাজার। উল্লেখ্য, সড়ক-জনপদ বিভাগ ও উপজেলার প্রশাসনের যৌথ উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় নিমসার বাজারে। এসময় প্রায় কয়েক শত দোকান বোল্ডড্রেজার দিয়ে গুরিয়ে দেয়া হয়।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: