ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন মেয়র মনিরুল হক সাক্কু।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত মালয়েশিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ৬৮ হাজার ৭৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পান ৫৮ হাজার ২৬১ ভোট।
0 facebook: