05 July 2016

নেতৃত্বের ভুল সিদ্ধান্তের অনেক খেসারত দিয়েছি - তানিম


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে নেতৃত্ব মেনে কাজ করছি। নেতৃত্বের অনেক ভুল সিদ্ধান্তের খেসারত আমাকে দিতে হয়েছে। অনেক ক্ষেত্রে নেতৃত্বের সিদ্ধান্ত মানতে গিয়ে ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছিলাম। সেই দু:সময়গুলো কাটিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছি। 

নূর-উর রহমান মাহমুদ তানিম সোমবার কুমিল্লা শহরের একটি রেস্টুরেন্টে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন্
ইফতার মাহফিলে সাবেক ভিপি নূর-উর রহমান মাহমুদ তানিম আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন।
তিনি বলেন, নানা হুমকি ধমকি ও বাধার মুখেও গত নির্বাচনে বিপুল ভোট পেয়েছিলাম। দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে বিজয়ী হবো বলে আশা করি। বিশ্বাস করি আওয়ামীলীগের সভানেত্রী ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের মেয়র প্রার্থীর মতো যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেবেন। 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, আওয়ামীলীগ মনোনয়ন না পেলেও আওয়ামীলীগের প্রার্থীর জন্য কাজ করে যাবো। 
সাংবাদিকদের সম্মানে আয়োজিত এই ইফতারে কুমিল্লার সকল প্রিন্ট ইলেক্ট্রনিক ও জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিক ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: