নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুর উর রহমান মাহমুদ তানিম বলেছেন, সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে কুমিল্লার কোন উন্নয়ন হচ্ছে না। কুমিল্লার কোন পরিবর্তন হচ্ছে না। তিনি বলেন, কুমিল্লায় অর্থ বরাদ্দ হয়, উন্নয়ন হয় কিন্তু সে উন্নয়ন জলের মতো ভেসে যায়। তাই কুমিল্লার প্রকৃত উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার কুমিল্লা মহানগরের কুমিল্লা সিটি ক্লাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি ও তরুণ আওয়ামীলীগ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিমের নিজস্ব উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এ সব কথা বলেন তিনি।
বৃষ্টির মধ্যেও ইফতার মাহফিলে নূর-উর রহমান মাহমুদ তানিমের বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ইফতার মাহফিলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, কুমিল্লার মানুষ পরিবর্তনের অপেক্ষায় দিন গুনছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকার যে উন্নয়ন, কুমিল্লায় তা কাক্সিক্ষত জায়গায় পৌছাতে পারছেনা শুধু মাত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে। আগামী দিনে যদি কুমিল্লায় পরিবর্তনের সুযোগ আসে এ সুযোগকে কাজে লাগিয়ে কুমিল্লায় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচেষ্টা কাজে লাগাতে চাই। কারণ কুমিল্লায় অর্থ বরাদ্দ হয়, উন্নয়ন হয়, কিন্তু সে উন্নয়ন কিছু দিনের মধ্যে জলের মতো ভেসে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের নষ্ট হয়। কুমিল্লায় সরকারের উন্নয়নকে কাক্সিক্ষত জায়গায় পৌঁছে দিতে পারছি না। আপনাদেরকে এ মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইফতার মাহফিলের মাধ্যমে জানান দিতে চাই আমরা আজকে ঐক্যবদ্ধ। কুমিল্লা জেলা আওয়ামীলীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
তানিম বলেন, কুমিল্লা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) ও সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হকের নেতৃত্বে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আশা ব্যক্ত করি।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো: ওমর ফারুক, সিটি ক্লাবের প্রধান উপদেষ্টা সাইফুদ্দীন সেলিম, কৃষকলীগের সভাপতি ট্রাষ্টি নির্মল পাল, আওয়ামীলীগ নেতা আবু তাহের, কৃষকলীগের সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী হিরু, তাতী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন, যুবলীগ নেতা খালেদ চঞ্চল, রুপম মজুমদার, মো: আবু সুফি, ছাত্রলীগ নেতা বরুড়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেনসহ কুমিল্লা শহরের বিভিন্ন পেশার মানুষ ও সাংবাদিক, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
নুর উর রহমান তানিম আরো বলেন, যুবলীগ, ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে যেসকল কর্মসূচি আসবে ঐগুলোতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দলকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব সেনারা ঐক্যবদ্ধ। যেকোন পরিস্থিতিতে মোকাবেলা করতে রাজপথে প্রস্তুত। স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মাননীয় নেত্রী রাষ্ট্রীয় পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছেন। জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা আছি। কোন ষড়যন্ত্র আমরা পরোয়া করি না।
0 facebook: