তিতাস প্রতিনিধিঃ তিতাসের বাতাকান্দি জাহাপুর ভায়া মাছিমপুর সড়কের দড়িমাছিমপুর ব্রীজের মাঝখানে গর্ত হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। যেকোন সময় মুরাদনগরের সাথে তিতাসের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিশ বছরের পুরাতন ব্রীজে নতুন করে দু’সাইডে র্যালিং দেয়ায় ব্রীজটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
মুরাদনগরের জাহাপুর গ্রামের কিরণ চন্দ্র দাস বলেন, মুরাদনগরের জাহাপুর ও বাখরাবাদ এবং তিতাসের কলাকান্দি ইউনিয়নের লোকজন ঢাকায় যাতায়াতের একমাত্র রাস্তা এটি। গত কয়েকদিন যাবৎ আতংক নিয়ে ব্রীজটি পাড়ি দিতে হয়।
কলাকান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার বলেন, ব্রীজটির মাঝখানে গর্ত ক্রমশঃ বড় হচ্ছে। দু’টি সিএনজি একসাথে চলাচল করতে পারছে না। যেকোন সময় এটি ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
কলাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জবেদ আলী বলেন, ব্রীজটি নির্মাণ করা হয়েছে প্রায় ২৫ বছর হয়। ব্রীজটি অধিকাংশ অংশ খসে পড়েছে, তার উপর নতুন করে দু’সাইডে র্যালিং নির্মাণ করায় এখন ব্রীজটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং তা দিয়ে গাড়ি চলাচলের সময় ব্রীজটি নড়ে। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান জানান, বিষয়টি আমার নজরে আসায় আমি লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রীজটির দু’সাইডের র্যালিং ধসে পড়ায় নতুন করে তা মেরামত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মকিমা বেগম বলেন, বিষয়টি আমি জেনেছি, সরেজমিনের পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 facebook: