23 July 2016

১২ মাস জলাবদ্ধ কুমিল্লা বিসিক শিল্পনগরী


নিজস্ব প্রতিবেদকঃ বর্ষা-গ্রীষ্মসহ ১২মাসই জলাবদ্ধ থাকে কুমিল্লা বিসিক শিল্প নগরী। নগরীর রানীর বাজার, ঠাকুরপাড়া, অশোকতলা এলাকা উঁচু হওয়ায় বৃষ্টি হলে চারপাশের পানি বিসিক এলাকায় এসে জমা হয়। বিসিকে জলাবদ্ধতা. সড়ক ও ড্রেনের বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমিক ও ব্যবসায়ীদের।
সূত্রমতে, কুমিল্লা মহানগরের আশোকতলা এলাকায় ১৯৬০-৬১ অর্থবছরে ৫৪ দশমিক ৩৫ একর ভূমির উপর স্থাপিত হয় কুমিল্লা বিসিক শিল্পনগরী। এই শিল্পনগরীতে প্লট সংখ্যা ১৪২টি। বর্তমানে এখানে চালু রয়েছে ১২৭ টি কারখানা। এ সব চালু থাকা কারখানায় ৭হাজার শ্রমিক-কর্মচারী কাজ করছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিসিকের উত্তর অংশের কয়েকটি সড়ক দীর্ঘদিন পর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সংস্কার করেছে। দক্ষিণ অংশের সড়ক গুলোর অবস্থা ভয়াবহ। কোন সড়কে হাঁটু পানি জমে আছে। কোথাও ড্রেন থেকে সড়ক নিচু হওয়ায় ময়লা পানি সড়কের উপরে এসে জমা হচ্ছে। ভারী বৃষ্টি হলে ফ্যাক্টরিতে পানি প্রবেশ করে। এছাড়া বিসিক থেকে পানি সরানোর ড্রেন গুলোর মুখে প্রতিবন্ধকতা থাকায় পানি সরতে দেরি হচ্ছে।
বিসিকের ব্যবসায়ী মডার্ন রাইস মিলের স্বত্ত্বাধিকারী ফরিদ উদ্দিন আহমেদ বলেন, যেখানে সড়ক উঁচু করে নির্মাণ করা হয়েছে, সেখানে কারখানায় পানি প্রবেশ করছে। হঠাৎ করে ভারী মেশিনপত্র সরানোও যাচ্ছে না। বিসিক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে পরিকল্পনা না করলে ব্যবসায়ীদের দুর্ভোগ কমবে না।
কুমিল্লা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, এখানে ১২মাসই সড়কে ড্রেনের পানি আটকে থাকে। ব্যবসায়ীদের দুর্ভোগের শেষ নেই। বিসিক থেকে পানি বের হওয়ার পথ খুলে না দিলে কোনো কাজ হবে না।
বিসিক শিল্পনগরীর উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, বিসিকের সড়ক ও ড্রেন সংস্কারে তেমন বরাদ্দ পাওয়া যাচ্ছে না। বেশি বৃষ্টি হলে আমার অফিসেও পানি ঢুকে যায়। সিটি কর্পোরেশন কিছু সড়ক ও ড্রেনের কাজ করে দিয়েছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: