24 July 2016

মুরাদনগরে ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ আটক ১


নিজস্ব প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলার বাঙ্গরায় ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোটসহ মুখলেস মিয়া (২৪) নামে জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উক্ত উপজেলার আন্দিকোট ইউনিয়ন হায়দরাবাদ গ্রামের ধনু মিয়ার ছেলে।
শনিবার সন্ধ্যা ৭ টায় আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ বাজার থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন থেকে সে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জাল টাকার ব্যবসা চালিয়ে যায়। এলাকায় তার একটি সিন্ডিকেট রয়েছে।  গত মাসেও এ এলাকা থেকে জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। এলাকাবাসী এ জাল টাকার সিন্ডিকেটের জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করে বাঙ্গরা থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হায়রাবাদ বাজারে অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩৯ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঙ্গরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: