24 July 2016

কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের কমিটি অনুমোদন


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদ সৈয়দ আশরাফুল ইসলাম এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে সভাপতি পদে রয়েছেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি, সহ-সভাপতি তাজুল ইসলাম এমপি, জসিম উদ্দিন চৌধুরী, মফিজুর রহমান বাবলু, গোলাম সারওয়ার, ইলিয়াছ মিয়া, অধ্যাপক আলকাছুর রহমান কোকা, তসলিম আহমেদ, ডাঃ আবদুর রহিম, সাধারণ সম্পাদক রেলপথ মন্ত্রী মজিবুল হক মুজিব এমপি, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আবদুল করিম ভূঁইয়া, অধ্যক্ষ মোমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড.কামরুল ইসলাম, পার্থ সারথী দত্ত, জাহাঙ্গীর আলম রতন, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.আবু তাহের, দপ্তর সম্পাদক রোপম মজুমদার, সহ-দপ্তর সম্পাদক মোঃ শহীদুল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হাশেম চেয়ারম্যান, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জি.এনামুল হক মিয়াজী, যুব ও ক্রীড়া সম্পাদক খালেক আহমেদ তালুকদার, অর্থ বিয়ষক সম্পাদক আলী আকবর, বন ও পরিবেশ বিষয়ক সম্পদক ফরহাদুল মিজান, শ্রম বিষয়ক মানিক খন্দকার, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড.আবুল খায়ের, সাংষ্কৃতিক সম্পাদক আশিকুন নবী বাপ্পী, সদস্য- অ্যাড. আবদুল মতিন খসরু এমপি, প্রফেসর ড.মিজানুর রহমান, রিয়াল এডমিরাল আবু তাহেরসহ ৭১ জন।
এদিকে, শনিবার রাতে কুমিল্লা জেলায় এ খবর ছঁড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেক স্থানে নেতাকর্মীরা মিষ্টিও বিতরণ করে। আবার অনেক নেতাকর্মী মুঠোফোনে পদপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানান বলেও জানা গেছে। শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অনুমোদিত কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: