28 July 2016

জঙ্গি সন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রী আটক


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নবাব ফয়জুন্নেছা হলের জঙ্গি সন্দেহে তিন ছাত্রীকে আটক করেছে পুলিশ। কুমিল্লা কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সামছুজ্জামান রাত পোনে একটায় একথা নিশ্চিত করেছেন।

জানা যায়, গোয়েন্দা তথ্যের  ভিত্ত্বিতে বিপুল সংখ্যক পুলিশ বুধবার দিবাগত রাত ১১ টার পর থেকে ভিক্টোরিয়া কলেজের ধর্মপুর ডিগ্রী কলেজ শাখায় আসতে থাকে। রাত ১২ টায় তারা কলেজের হলের ভিতর প্রবেশ করে। পরে বিভিন্ন রুম তল্লাশী করে রাত সাড়ে ১২টার দিকে তারা বিভিন্ন বর্ষের ৩জন ছাত্রীকে আটক করে।
এ ব্যাপারে বুধবার দিবাগত রাত পোনে ১টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার সামছুজ্জামান জানান, কলেজ কর্তৃপক্ষ আমাদেও কাছে বিভিন্ন বর্ষের ৩জন ছাত্রীকে তুলে দিয়েছে। এখনো আমরা কলেজ ক্যাম্পাসে আছি। থানায় গিয়ে জিঞ্জাসাবদ করলে জানা যাবে তারা জঙ্গিদের সাথে জড়িত আছে কিনা।

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।

0 facebook: