নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর কুমিল্লার প্রধান এই ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো: ওমর ফারুক, কেন্দ্রীয় ঈদগাহর ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, বিশিষ্ট সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, বিশিষ্ট নাগরিক জিএম সিকান্দর, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক নাজমুল আহসান রুমেল প্রমুখ।
সভায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত নেয়া হয়।