30 June 2016

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায়


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর কুমিল্লার প্রধান এই ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ঈদগাহ উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 
বৈঠকে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ মো: ওমর ফারুক, কেন্দ্রীয় ঈদগাহর ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইব্রাহিম, আলহাজ্ব শাহ মো: আলমগীর খান, বিশিষ্ট সাংবাদিক আবুল হাসানাত বাবুল, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, বিশিষ্ট নাগরিক জিএম সিকান্দর, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক নাজমুল আহসান রুমেল প্রমুখ। 
সভায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল সিদ্ধান্ত নেয়া হয়। 

শেয়ার করুনঃ

Author:

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।